যখন তুমি থাকবে নাকো
দেখবে না চোখেরই জল
কেঁদে কেঁদে হবো পাগল
ভিজিবে শাড়ির আঁচল।।
কে আমারে গান শোনাবে
শোনাবে কে মধুর বাণী?
অশ্রুজলে ভাসবো যখন
মুছবে কে চোখের পানি।
ছেড়ে যেও নাকো আমায়
চোখটা করে যে ছলছল।।
তুমি ছাড়া হয়নি ধরা
(আমার) অন্য কারো হাত
জোসনা রাতে আগের মতো
হবে না জাগা রাত।
আনন্দধারা বইবে না আর
বাজবে না মনে বাদল।।
কেমন করে সইবো তখন
রাখবো মাথা কার বুকে
কে বুলাবে হাতটা মাথায়
আমারই সুখে-দুখে।
এই হৃদয়ে দাও খুলে দাও
বাড়ুক ধৈর্য শক্তি বল।।