এক নিমিষেই ভেসে গেলো
রঙিন স্বপ্ন গুলো
কপালেরই লিখন আমায়
মেখে দিলো ধূলো।।
জীবন যুদ্ধ কতোই হলো
শুরু থেকে শেষ
চাই না কিছু ধরার কাছে
হোক সব অনিমেষ
সুখের পাখি উড়েই যাক সে
দিয়ে কানে তুলো।।
কাঁদে না রে পাথর মনটা
হেসে কুটিকুটি,
জীবন আমায় রেহাই দিলো
শোকেই লুটোপুটি
ব্যথা যতো দাও গো বিধি
ধৈর্যের দারটা খুলো।।