যাইবা যদি যাও গো বন্ধু
তাকাও কেনো ফিরে
এমন কইরা নাও গো কেনো
কলিজাটা ছিঁড়ে।।
লুকিয়ে যে রেখেছিলে
অবুঝ ভালোবাসা
কাল হইলো তাই তো বন্ধু
হইলো সর্বনাশা
ভুল করিয়া রাখলাম কাছে
হৃদয়েরই নীড়ে।।
মায়া করে ডাকলে তোমার
যায় বেড়ে অভিমান
রাগ করিয়া থাকলে আবার
শোনাও প্রেমের গান।
ইচ্ছে করে দেখি তোমার
বুকটা আমি চিড়ে।।
সুখের কথা নাইবা বলি
দুঃখ বারো মাস
আশাহতো নইতো তবু
হবেই দুঃখের নাশ।
এই কি প্রেমের ধর্ম প্রিয়
জীবনটাকে ঘিরে।।