এসো ইনার স্ট্রেন্থে এসো ইনার স্ট্রেন্থে
কোমলমতি শিশুরা সব
এসো দলে দলে
ইনার স্ট্রেন্থে দিচ্ছে সেবা
যাই সবাইকে বলে।।
ইনার স্ট্রেন্থে আছে এক ঝাঁক
তরুণ এক্সপার্ট
চাইল্ড নিউরো ডেভেলপমেন্টে
সেবায় দীর্ঘচার্ট।
স্পেশাল বেবি সোনার ছবি
সমাজের এক দায়
আমরা আছি পাশাপাশি
এসো! ইনারেরই নায়।
হাতটা রাখো আরেক হাতে
দেশটা গড়বো বলে।।
এসো ইনার স্ট্রেন্থে এসো ইনার স্ট্রেন্থে
মন খারাপের ছবিগুলোর
নেই যে কোনো মানে
স্পেশাল বেবি চাঁদের মতোই
তাকাও আকাশ পানে।
উঁচু শিরে বাঁচাতে শেখো
ডুবো না গহীন তলে
দেশের বোঝা দশের বোঝা
হলে কি আর চলে।।