মিথ্যে করেও বলো যদি
ভালোবাসো আমাকে
এই জীবনটা দিয়ে দেবো
বন্ধু আমি তোমাকে।।


মনটা তোমার দিলেই হবে
আর কিছু চাইনা
নতুন করে অন্য কিছুর
করবো না বায়না
সত্যি করে তাকাও যদি
একটু সোহাগে।।


মনটা আমায় দাও গো যদি
হৃদয় মাঝে রাখবো
গাছ তলাতে বসত করার
স্বপ্ন মনে আঁকবো।


ভালোবাসি ভালোবাসি
বলতে হবে না
পাশাপাশি হাতটা ধরে
চলতে হবে না।
শুধু হবে বর একটি দেবে ঘর
মনে রাখবে ছোঁয়াকে।।