ও বৌ তর বারির কেউ আইল না
আম কাডল তো দিলো না।
বর বাইয়ের হউর বারিত্তে
কত কাডল পাডাইছে।
বৌ তর বাপের বারিত তাইক্যা
কেউ তো আর আইল না।।


বিয়ার সময় তর বাপে যে
কত কতাই কইছিলো
অহন সবই বুইল্যা গেছে
আশার মইদ্যে মইদিলো।
আবার যদি আসে তবে
কোনো কতাই কইতাম না।


আমরা বর বালা মানুষ
মাইনসের জিনিস  চাই না
পরের গরের দুধ-কলা বাত
হাইদ্যা দিলেও কাই না।
হোন কইয়া দেই জেফত দিলেও
এবার কিন্তু যাইতাম না।।


ম্যারা পিডা হুঁটকি দিয়া
একবার শুদু দিছিলো
ক্ষীর পিডার সেই নায়রীতে
চিড়ামুড়িও দিছিলো।
বুইল্যা গেছে অহন সবই
আর কোনোদিন দিলো না।।