হতে যদি শিস দেওয়া সেই
ভোরের দোয়েল পাখি
ঝোঁপেঝারে পাতার ফাঁকে
উঠতে ডাকি ডাকি।।
মন মাতানো গান শোনাতে
মনটা যেতো ভরে
মধুরতায় কাছে নিতে
আমায় আপন করে
সুখের আশায় বয়ে যেতো
স্বপ্ন কতোই আঁকি।।
মিষ্টি মধুর লাগে আমার
তোমার প্রেমের ছায়া
জীবন নদী জড়ায় আমায়
যেনো কতো মায়া।
থেকে থেকে চমকে উঠি
আমায় ভুলেছো নাকি।।
বারে বারে মনে পড়ে
পেছনের সব স্মৃতি
পুরান কথা ভুলবো না গো
মন ফাগুনের প্রীতি
মেঘের ভেলা করে খেলা
ভাসে আমার আঁখি।।