বেলা শেষে কী যে পেলাম
পাই না হিসেব তার
কিসের নেশায় ছুটে ছুটে
দিন যে করলাম পার।।
সোনার হরিণ খোঁজতে গিয়ে
পেলাম মাটির ঘর
সুদাসলে পড়লো জমা
আপন হলো পর।
সুখের সাথী ছিলো কতোই
দুঃখে আমি কার।।
কানায় কানায় পূর্ণ হলো
আমার পাপের খরা
দাগ যে যতো মুছলো না তো
কপাল বুঝি পোড়া।
ইচ্ছে করে শোধরাই আবার
ভুলগুলো আমার।
সময় থাকতে নেইনি বুঝে
গড়মিল আছে যতো
পূন্য পেতাম ধন্য হতাম
সুখ যে পেতাম ততো।
সঙ্গি হলো কী বা আমার
কী নেবো পরপার।।