ডাক পিয়নের পাই না দেখা
যখন চলে গেলে
তোমার কথা ভেবে ভেবে
হই যে এলে বেলে।।
চিঠির উত্তর দেরি হলে
গাল ফুলিয়ে থাকতে
কত চিঠি লিখতাম আমি
তোমারই মান ভাঙতে
এসব বুঝি ভুলেই গেছো
নতুন যখন পেলে।।
পাই না এখন বকুল সুবাস
শুকনো ফুলের ঘ্রাণে
মালা গেঁথে খোপায় দিতে
লাগতো দোলা প্রাণে
আজও উড়ি আকাশ পানে
ভাঙা ডানা মেলে।।
কেউ ডাকে না রুনা বলে
যেমন করে ডাকতে
হারালো কই সোনালী দিন
দুঃখ আমার ঢাকতে
জিজ্ঞাসিবো হইলে দেখা
কী সুখ তুমি পেলে।।