চান্দের রাইত আইয়া পড়লো
বন্ধু আমার আইলো না
গত ঈদেও প্রবাস ছিলো
মন যমুনায় নাইলো না।।
নয়া শাড়ি গয়নাগাটি
বাজার থাইক্কা আনলো না
কতো কথা কইলাম তারে
কথা সে তো মানলো না।
ভরা নদীর বাঁকে বাঁকে
সাধের ডিঙি বাইলো না।
ঘরে ঘরে ঈদ আনন্দ
আমার ঘরে দুঃখের ঢেউ
কাইন্দা কাইন্দা বালিশ ভিজাই
দেখলো না তো চাইয়া কেউ।
অশ্রুজলে একলা ভাসি
দুঃখের গীতি গাইলো না।।
ঈদ আসিলো বন্ধু আমার
বৈদেশ থাইক্কা আইলো না
দূরে দূরে থাকলো সে যে
ভালো আমায় বাসলো না।
দিবানিশি ডাকি তারে
একবার ফিরে চাইলো না।।