ঘরে ঘরে কতো রেমি নেয় না খবর কেউ
সব রেমিদের বুকে জাগে দুঃখবোধের ঢেউ।।


নেই না খবর কাটে কেমন আছে রেমি যতো
মুখে মুখে ভালোবাসা অন্তরে নেই অতো
কতোই ব্যথা তাদের মনে শান্তি চায় যে সও।।


এমন করেই যায় কেটে দিন কাঁদে সকাল সাঁঝে
কল্পনাতে স্বপ্ন আঁকে চার দেয়ালের মাঝে
একটু রাখি তাদের খবর থাকলে আপন কেউ।।


যায় চলে যায় স্বপ্ন ভেঙে আসে না তো ফিরে
তাদের মনেও থাকে কতোই সম্ভাবনা ঘিরে
দাও না ও ভাই হাত বাড়িয়ে তাদের জন্য কেউ।।