ঘুম যে আমার সোনার হরিণ পাই না দেখা তার।
হারিয়ে যে গেলো কখন খুঁজি বারেবার।।
ছিলে যখন পাশে তুমি কতোই আপন ছিলো ঘুম
সোহাগ ভরে যতন করে চোখের পাতায় দিতে চুম।
যাবার বেলায় নিয়ে গেলে ঘুম যে হলো পর আমার।
মধুর মধুর আলাপনে কাটতো সময় বেশ,
ঝড়ো হাওয়া এসে কখন করলো সবই শেষ।
ফেরি করা কষ্ট গুলো ছাড়ে না যে পিছু আর।
মধুমাখা স্মৃতি গুলো বন্দি রাখি ফ্রেমে
মন যে আমার কেমন করে যখন ঘুমের প্রেমে।
কেমন করে ঘুমাই আমি ভাবো কি একটিবার।।