গায়ের রঙে কী আসে যায় মন যদি হয় ভালো
তুমিই আমার বাদশা- আমির হও না যতোই কালো।।
মনের দামে মন দিয়েছি প্রাণের বদলে প্রাণ
তোমায় নিয়ে লিখছি কতো হৃদয়েরই গান
তুমিই আমার মনের ময়না চাঁদেরই আলো।।
আঁধার রাতে জ্বালায় যখন জোনাকিরা বাতি
মনের ঘরে এসে তুমি করো মাতামাতি
পাগলপারা হই যে তখন সবই এলোমেলো।।
মন পবনের নাও উড়িয়ে এই বুঝি গো এলে
পাখি হয়ে উড়ে যে মন রঙিন ডানা মেলে
তুমিই আমার ভালোবাসা প্রেমের বাতি জ্বালো।।