আমি অধম বোবা হয়ে যাই নিজেকে হারাই
যখনই দেখি জ্ঞানী-গুনী, থমকে দাঁড়াই।।


ঘুড়ি যেমন বাঁধা থাকে প্যাঁচিয়ে নাটাই
নীরবে তাই জীবনখাতা পাঠ করে যাই।
ফলজ ভারে নুইয়ে পড়ে মাটিতে লুটায়।।


ঝড় বাদলে বন বনানী ভেঙে পড়ে যায়
উঁচু মাথায় দাঁড়িয়ে থাকে নীচু ফলজ গাছটাই।
বিজ্ঞ জনে এই বেমানান লাল স্যালুট জানাই।।


শেখাও মোড়ে কেমন করে করি সম্মান ভাই
পৃথিবীতে আবার যেনো আলোয় ভরে যায়।
সোনার মানুষ গড়িয়ে যাও জ্ঞানীমান্যি তাই।।