তুমি কী আর আসবে ফিরে গাইবে কী গো গান
তোমার লাগি কান্দে আমার পরানের পরান।।


বটমূলে গাইবে না আর ঋষিরও প্রোগ্রামে
তোমার গান যে ঢেউ তুলেছে শহরতলী গ্রামে
কতোই ঢঙে সুর তুলেছো জাগিয়েছ প্রাণ।।


হাজার কথার হাজার গানে কেঁদেছে জনতা
দুঃখী মনে সুখ জেগেছে কেটেছে মৌনতা
চলে গেলে সবই ফেলে ভক্তরা করিছে মান।।


স্বর্ণাক্ষরে না থাক লেখা ফকির আলমগীর
মানসপটে তোমার ছবি বেঁধেছে যে নীড়
যুগে যুগে ভালোবেসে করবে যে সম্মান।।