ফাগুনেরই আগুন লাগলো আমারই বুকে,
ভলোবাসা পেলাম না তো মরছি ধুঁকে ধুঁকে।।
এমন পাষাণ বন্ধু আমার নিলি না খবর,
অভিমানে থাকলি দূরে মরলে দিস কবর।।
কী বা ক্ষতি করলাম রে তোর তীর মারিলি বুকে।
সুখের সময় না হয় দূরে দুঃখে রাখিস কাছে,
তোর লাগিয়া বুকের মাঝে প্রেম লুকানো আছে।।
বাঁচি না রে তোরে ছাড়া নেই রে আমি সুখে।
ভুলটা যদি ভাঙে রে তোর বসন্তেরই দিনে
বৃষ্টিজলে ভেজাবো চুল মাহেন্দ্রক্ষণে।
আয় রে সখা ডাকি তোরে যা-ই বলুক লোকে।