সিরিয়ালটা দেবো আগে
দুটো পয়সা পেলেই
একশ চারের বদলে হবে
এক নম্বরটা গেলেই।।
অফিস অফিস চলছে এমন
হাসপাতালেও নেই বাদ
চেয়ার-টেবিলও হাত বাড়িয়ে
নিতে চায় তার স্বাদ
নইলে বাবা ঝিমাও বসে
ভরবে না পেট খেলেই।।
দিনের পর দিন ঘুরতে হবে
স্যান্ডেল যাবে ক্ষয়ে
এদিক ওদিক করতে করতে
দিনটা যাবে বয়ে
সাহেব- বিবি কুলি - মজুর
দিন না সবে হাত পেলেই।।
দোষটা আমার ভাবেন কেনো
খাচে়ছ ডাক্তার ডোরও
নেই বসে কেউ সিকিউরিটি
খাচ্ছে সকল চোরও
সুযোগ পেলেও দেই না ছেড়ে
বাবা মা ভাই এলেই।।