দুঃখ আমার খেলার সাথী
দুঃখ দিবারাতি
দুঃখ নিয়ে তাইতো আমার
এতো মাতামাতি।।
তোমরা যারা সুখে আছো
বুঝবে কি বা করে
সারাজীবন কাটলো আমার
দুঃখের ডরে ডরে
দুঃখ আমার কায়া ছায়া
আসে রাতারাতি।
দুঃখ দিয়ে জ্বালাই আলো
দুঃখ নিয়েই নিভে
সুখের কোনো স্বাদ বুঝে না
আমার দুঃখের জিভে
সুখের জন্ম যেথায় ছিলো
সেথায় দুঃখের যাঁতি।
দুঃখের সাথে সখ্য আমার
আসে পিছু পিছু
সুখের কথা বলতে গেলে
থাকে না আর কিছু
সুখের লাগি কান্দি আমি
দু'হাত রাখি পাতি।।