আমি/এ জ্বালার নাম দেবো কি
বলতে পারো কেউ
ধিকিধিকি জ্বলে উঠে
দুঃখ-বোধের ঢেউ।।


(কি) মায়ার ঘোরে বান্ধিলো সে
আমি বুঝতে পারি না
তার লাগিয়া যাই পুড়িয়া
তারি মায়া ছাড়ি না।
আমার মতো ভাবে কি সে
পুড়ছে কি সে-ও।।


না পেরেছি ছাড়তে তারে
না পেরেছি ধরতে
না পেড়েছি প্রেম যমুনায়
জলে ডুবে মরতে।
ইচ্ছে করে হই দেওয়ানা
পুড়ুক সাথেও কেউ।।