ভাঙলো তোমার দম্ভ তালা
ভাঙলো সকল দ্বার
দশজনাতে দেখলো সবি
মানটা গেলো কার।।
কর্ম তোমার বলবে কথা
ফলটা তেমনি
ভালো কিছু যায় হারিয়ে
করছো যেমনি।
পশু হলে যাও শিকারে
ইচ্ছে যেমন যার।।
মানুষ যদি হতে তবে
বলতো কথা তারা
খুশির দোলায় দুলছে মানুষ
কাঁদছিলো যারা।
মানসপটে আঁকছে ছবি
তোমার হাহাকার।।