এতো মায়া এতো পিরিত
একদিন আর থাকবে না
মরন কালে কাঁদবে সবাই
কিছু দিন পর কাঁদবে না।।
শূন্য হাতে বিদায় দেবে
পরায় সাদা শাড়ি
চার বেহারার পালকি দেবে
দেবে না দামী গাড়ি
নরম ফোমটা ছেড়ে পাবে
মাটির এক বিছানা।।
একা একা যাইবে তুমি
সাথে কেহ যাইবে না
সঙ্গী রেখে যাইবে চলে
কাউকে তখন পাবে না
খুব সহজেই যাবে ভুলে
মনে তোমায় রাখবে না।।
সারাজীবন করলা যাদের
তারা হইবে রে বেঈমান
হায় হায় করিবে যখন
রইবে না আর দেহে প্রাণ
রুনা বলে কী করিলাম
দিন ফিরে আর আসবে না।।