বর্ষা এলো আগের মতোই বন্ধু এলো না
দুখের নদী বয়ে চলে খবর নিলো না।।
বন্ধুর পিরিত ভীষণ জ্বালা দেয় ক্ষণে ক্ষণে
দারুণ আগুন জ্বলে বুকে ব্যথা এই মনে।


সাঁঝের বেলায় ডাকতো পাখি কুহূ কুহূ সুরে
গভীর রাতের নিঝুম আকাশ থাকতো দূরে দূরে ;
কাশফুলের ঐ বনে যেতাম বন্ধুয়ার সনে
বন্ধু সবই ভুইলা গেলো রাখলো না মনে।
তোমার আশায় আজো আছি আইসো গো মরণে
তুমিই আমার পরান পাখি এই না জীবনে।


অঝোর ধারায় বয়ে চলে দুই নয়নের জল
মরুর মতো এই না জীবন ভালোবাসার ফল,
স্বপ্ন কতোই দেখাইছিলো অবুঝ এই মনে
পাষাণ বন্ধু উড়াল দিলো কোন সে গহীনে;
মনে যদি পড়ে বন্ধু আইসো তুমি ফিরে
হিমেল হাওয়ায় জাগবে পাখি সুখেরই নীড়ে।