বন্ধু আমার লয় না খবর
থাকে দূরে দূরে
সময় পেলেই ডাকি তাগরে
কতোই সুরে সুরে।।
মনের মধ্যে বসে থাকে
লেগে আঠার মতো
তারে আমি কতোই ডাকি
বেহায়ারই মতো
তার লাগিয়া পরান কান্দে
তার পেছনেই ঘুরে।।
যদি তার পাই গো দেখা
বলবো তারে ডেকে
আমারে কী লয় না মনে
চলে কেনো বেঁকে
পাগলিনী করে আমায়
মজলো কারই নূরে।।