বন্ধু আমার লিখছে চিঠি
যায় না পড়া তার লেখা
আমার বাড়ি আসে না সে
পাই না আমি তার দেখা।।
যতোই বলি মান করো না
করো না গো অভিমান
তোমার লাগি কান্দি আমি
হৃদয় মাঝে অতিটান।
কথায় কথায় কথা শোনায়
হলো না তার প্রেম শেখা।।
ইচ্ছে মতো চলে সে যে
সখি তারে ঠেকায় কে
বন্ধু সবি ছাইড়া দিলো
ছাড়ে না তো রাগটা সে
দেখে আমায় নয়ন জুড়ায়
হয় যেনো তার চাঁদ দেখা।।
কেমন আছো জানতে চাইলে
বলে আছি বেশ ভালো
সুন্দর লাগছে বললে বলে
জ্বলছে নাকি শেষ আলো।
এমন মানুষ জুটলো আমার
কপালেতে সব লেখা।।