বলি হায় রে হায় লজ্জায় মরে যাই
পরের ছেলে নিজের বলে তাহারা চালায়
বলি হায় রে হায়।।
এক যে ছিলো কাঠুরিয়া কাটতো বনে কাঠ
মরিচাতে কুড়াল খানা যেনো খড়ার মাঠ
কাঠের গুড়ি নিয়ে বলে এর চেয়ে দামী নাই।।
দিনে দিনে গাধার দল বাড়ছে কাঁড়ি কাঁড়ি
অন্যের মুখের অবয়বে নিজে লাগায় দাঁড়ি
সবাই শোনো বোকা তারা আমি বলে যাই।।