বলে কয়ে হয় না রে প্রেম বন্ধু সোনার চান,
তোমার লাগি মনটা কাঁদে প্রাণ করে আনচান।।
দিবানিশি মনে পড়ে হাত বাড়ালে দূরে
ভাব ধরিয়া থাকো তুমি ডাকি করুণ সুরে।
ভুল বুঝিয়া যেও না গো করো না অভিমান।
আমার মনের আকাশ পানে দেখি তোমার ছবি,
এই জীবনে আমি তোমার তুমিই আমার কবি।
তুমি আমার ভালোবাসা আমার জানের জান।
দুঃখ দিও না রে বন্ধু ভালোবাসার ছলে
কষ্ট গুলো রবে জমা পরানেরই তলে।
রুনা লায়লার জীবন সাথী বিরহেরই গান।