দোষ দেবো না বন্ধু তোরে বলবো না বেঈমান
মনের ঘরে জায়গা দিয়ে করলি অপমান।।


কতোই ব্যথা দিস রে আমায় সহেনা পরাণে,
পিরিতেরই বান মারিলি মধুর আলাপনে
ছলনাতে গা ভাসাইলি হইলি রে পাষাণ।


মিথ্যে তোরই মায়ারবাঁধন মিথ্যে ভালোবাসা,
প্রেমের নামে ছল করিলি তুই যে সর্বনাশা
চুপিসারে মনটা নিলি দিলি না সম্মান।


বেহায়া মন কান্দে শুধু তোরই কথা ভেবে
তুই ছাড়া আর কে বা আছে দুঃখগুলো নেবে।
রুনা বলে ভুল করলি ওরে ও পাষাণ।