বাজান আমায় বিয়া দিলা ক্যান
সরাদিনই খাইট্টা মরি
পাই না খেতে পেটটা ভরি
শশুর বাড়ির মানুষ তবু
করে শুধু ঘ্যান ঘ্যান।।
আদর করে কয় না কথা
বুকে লাগে ভীষণ ব্যথা
রান্না বান্না কতোই করি
পোলাপাইনদের মানুষ করি
স্বামী তবু কয়-
তরকারিতে নুন দিছো না
মাযের পানে চুন দিছো না
গ্লাসের মাঝে পানি ঢেলে
দিলা না গো ক্যান।।
ননদিনীর হাজার বায়না
দেবরে সবজি খায় না
রান্না আমার ভাল্লাগে না
মরিচ দিলেও ঝাল লাগে না।
অফিস থাইক্কা ছেলের বাপে,ধ
মারে একটা ফোন...
শোনো না ক্যান মায়ের কথা
মায়ের ভীষণ পায়ে ব্যথা
টিপ্পা দিলা না ক্যান।।