আমার যতো দুঃখ ছিলো
বেঁচিলাম বাকিতে
ব্যথার ক্ষত মুছলো কই আর
পারলাম না ঢাকিতে।।


সুখের পেছন ছুটলাম কতো
জীবন ভেলাতে
সে তো আমায় দেয়নি ধরা
সারা বেলাতে।।
তার লাগিয়া কতোকিছুই
হইলো ছাড়িতে।


শোকের পাখি মুচকি হাসে
অশ্রুজল দেখে
মুখ লুকিয়ে রই যে আমি
নেই গায়ে মেখে।।
চাই না আমি সুখের ঘর আর
দুঃখ তাড়িতে।


দুঃখের কাছে শুধায় রুনা
চায় গো জানিতে
এতো কেনো  ভালোবাসে
রাখে প্রাণেতে।।
রুনা লায়লা বিনয় করে
তারে ছাড়িতে।