ভাঙরে তোরা লোহার তালা
আন রে ঘরে জয়
ন্যায্য দাবী করে যারা
তারাই টিকে রয়।।


ফিরিস না রে ঘরে তারা
কাঁদুক যতোই মা
রাজাকারের ছেলে হয়ে
ঘরে ফিরিস না।
টোকাই ভাঙে জ্ঞানীর মাথা
ওরা মানুষ নয়।।


অযোক্তিক সব তুচ্ছ বাণী
কানে তুলিস না
রূপকথারই গল্প শুনে
তোরা ভুলিস না।
জাগ রে আবার বীরের মতো
করিস না রে ভয়।।


লাল সবুজের নিশান উড়া
আনতে অধিকার
কেউ যেনো না বলতে পারে
তোরা রাজাকার।
আয় ছুটে আয় যেথায় আছিস
জনতা আজ কয় ।।


সুর, মিউজিক ও কন্ঠশিল্পী সারোয়ার মাহিন।