মনটা আমার চায় না যেতে
দুনিয়া ছাড়ি
সারা জনম ঘুরলাম পিছু
চিনলাম বাড়ি গাড়ি।।


এতো মায়া কোথায় রাখি
কারে দেখাই ব্যথা
কই লুকাইবো কোন সে জায়গা
রাখো গো সেথা
আগে যদি জানতাম আমি
করতাম না বাড়ি।।


আসল বাড়ি রাইখা আমি
কই সাজাইলাম ঘর
হঠাৎ কখন দেবো উড়াল
সবই হইবো পর
কাঁদবে সবাই আমার লাগি
নেবো যখন আড়ি।।


মায়ে কাঁদবে বাবা কাঁদবে
কাঁদবে ছোটো বোন
আরো কাঁদবে স্ত্রী সন্তান
কাঁদবে ভাইয়ের মন
জনম নায়ড় যাবো আমি
পর হইবে গো নাড়ি।।