কতোকিছুই করার ছিলো
করাই হলো না
কতোকিছু বলার ছিলো
বলাই হলো না।।
একলা আসা একলা যাওয়া
দোকলা থাকার ভান
কিছু সময় হরহামেশা
খায় রঙেরই পান
এমন করেই কাটে সময়
বুুঝা তো যায় না।।
পরিবারের মধুরতা
ভাবায় বারে বারে
কারে থুইয়া কারে বুঝি
কে বা বেশি আপন রে
ঠাউর করা কঠিন হয় যে
মন তা বুঝে না।।
বাইরের জগৎ বড়োই আপন
কলিজায় ঠাঁই দেয়
মন চা- ই -লে পোড়ায় আবার
কথায় জুড়ায় দেয়
অসমাপ্ত কার্য আমার
সমাপ্তি পেলো না।।