আসি আসি কইরা তুমি
আর তো আইলা না
তুমি ফিইরাও চাইলা না
আজ আসবা কাল আসবা
পরশুও আইলানা।।


একটি পাখি তোমার জন্য
করে চিৎকার
দিন রজনী অশ্রুজলে
করে হাহাকার।।
বুকের ভেতর রাখবা কইরা
আর তো রাখলা না
তুমি কাছে আসলানা।।


একটি পাখি কেঁদে কেঁদে
ভাষায় যে তার বুক
তোমার বুকে বাধবে বাসা
ইচ্ছে ছিলো খুব।।
অনেক কিছুই বলার ছিলো
কিছুই শুনলানা  
তুমি ভালোবাসলা না।।