মেঘ জমিলে খুঁজি তোরে
গেলি তুই যে কই?
এঘর ওঘর হাতড়ে বেড়াই
একাই পরে রই।।
ভোরের আলোর মতোই ছিলো
এই ঘরটা ঝলমলে
ভাসতো যেনো সুখের তরী
জলের কলকলে
হারালো কই দিনগুলো সেই
মনটা করে হইচই।।
লাগলো গ্রহণ সাঁঝ সকালে
পূর্নিমারই চাঁদে
বুঝ মানে না হৃদয় আমার
ক্ষনে ক্ষণেই কাঁদে
হাসির ঝলক লুকালো কই
ডাকি তোইতোই।।
মায়ের মনটা বুঝলি না তুই
কোথায় দিলি পাড়ি
কেমন করে নিলি রে বল
এমন শক্ত আড়ি
চেনা জানা নেই যে আমার
খুঁজবো ঠিকানা লই।।