জলের নদী পুড়লো কেবল দেখলো না তো কেউ
এই বুকেতে বয়ে গেলো দুই নয়নের ঢেউ।।
একা একা বসত আমার দুঃখের সাথেই রই
এই কপালের মালিক কে সে তারে পাই যে কই!
পথের শেষে পথ জুড়ে কে দিক দেখাও না কেউ।
বিশাল আকাশ বিধির ধরায় আমার কই যে ঠাঁই
কতজনই চারিদিকে আপন কেহ নাই।
অথৈজলে আঁকড়ে ধরি চলে যায় যে সে-ও।।
মানুষ নামের মানুষ গুলো আজ চেনা বড় দায়
এতো ভিড়ে কোথায় সে যে কেউ তারে না পায়।
নিজের নিজের করে সবাই তোলে সুখের ঢেউ।