পাও গো যদি বন্ধুর দেখা কইও তারে ডাকিয়া
আজো আমি স্বপন দেখি অপেক্ষায় থাকিয়া।।


দুঃখটারে আগলে রাখি বুকেরই পাঁজরে
শোক পাখি আর তরুলতা কাঁদে হায় বাসরে।
ঘুমের ঘোরে তারে আমি নাম ধইরা যাই ডাকিয়া।।


বৈশাখ এলেই মনে পড়ে গ্রামের ঐ মেলাতে
প্রথম তারে দেখেছিলাম  হাডুডু খেলাতে।
সেই দেখাতেই তার লাগিয়া স্বপ্ন যাই আঁকিয়া।।


চন্ডিদাস আর রজকিনী দু'জন প্রেমে মাতিয়া
মরনেরই মালা পড়ে সুখের গান গাহিয়া
কইও তারে পাইলে বন্ধু রইলাম আশায় থাকিয়া।।