অন্তর পুড়ে ছাই করিলা প্রেমের আগুন দিয়া
কেমন করে বাঁচি বলো পোড়া অন্তর নিয়া।
ব্যথার ব্যথী কেউ হইলো না দেখলো না আসিয়া।
কথা ছিলো থাকবা পাশে সারাজীবন ভর,
পিরিতি শিখাইয়া তুমি কেমনে করলা পর
দিন যে আমার কাটে না রে কান্দে এই হিয়া।
পথের পথিক হইলাম আমি বন্ধু তোমায় ছাড়া,
প্রেম ভিখারী করলা আমায় করলা ছন্নছাড়া।
একবার আসিও বন্ধু রে খবর যাইও নিয়া।
রুনা বলে শোনো শামীম এমন প্রেম আর কইরো না,
ক্ষতস্থানে লাগলে আঘাত সহজে ছাড়ে না।
কোন বা দোষে করলা দোষী গেলা না জানাইয়া।