অন্তর পুড়ে ছাই করিলি প্রেমের আগুন দিয়া
কেমন করে বাঁচি রে বল পোড়া অন্তর নিয়া।
কথা ছিলো থাকবি পাশে সারাজীবন ভর,
পিরিতি শিখাইয়া রে তুই কেমনে করলি পর
দিন যে আমার কাটে না রে কান্দে এই হিয়া।
বেঈমান তোরে বলবো না রে ভালোবেসেছি,
স্মৃতির ডায়রি খুলে দেখিস কী যে কষ্ট পেয়েছি।
ব্যথার ব্যথী হইলি না তুই দেখলি না আসিয়া।
মন পুড়িয়া ছাই করিবো তবু তোরে ডাকবো না,
ভালোবাসার পাখি রে তুই তোর লাগি কাঁদবো না।
রুনা বলে শোন রে পাখি কাঁদিস না প্রেম হারাইয়া।