জনম দুঃখী আঞ্জু আজো ব্যথার বানে ভাসে
দুঃখেরই ঢেউ তাড়া করে অশ্রু সদাই হাসে।।


সুখ পাখিটা দেয় না ধরা উড়ে এলোমেলো
কতোই সুরে ডাকে তারে একটু ডানা মেলো।
বড়োই দুঃখী সেই মেয়েটি কেউ না ভালোবাসে।।


দিনের পরে দিন চলে যায় পায় না সুখের দেখা
মা-বাবাহীন আঞ্জু কাঁদে বসে একা একা।
কোথায় রইলা দয়াল আল্লাহ খবর কই বাতাসে।।


এতো ব্যথায় তারই জীবন সয় না যে পরানে,
সুখের দুয়ার খুলে দাও হে বলি- সুর আর গানে।
সুখের বানে ভাসিয়ে দাও উড়ুক ঐ আকাশে।।