আমি যখন বান্ধি বাসা
অন্য সুখের নীড়ে,
তখন কেনো ডাকিস রে তুই
আকাশের বুক চিড়ে ।।
মন ফাগুনে তোরই আশায়
মোহন বাঁশি বাজে,
তোরই নামে জীবন তরী
ভাসাই নতুন সাজে
জনম ভরে রাখবো তোরে
মনেরই পিঞ্জরে।
বুক ভেঙে যায় কান্দে হিয়া
অচিন বীণার সুর,
আমারে তুই নিয়ে যাস রে
দূরের থেকেও দূর।
আমার গানের কলি ফোটে
তোর নামটি ঘিরে।।
কত স্বপ্ন দেখাস রে তুই!
থাকিস তবু দূরে,
স্বপ্ন ডানায় মেঘ উড়ে যায়,
মনটি আমার পুড়ে।
রুনা লায়লা বসে থাকি
মন যমুনার তীরে।।