আমার একটা প্রাসাদ ছিলো
ভাঙলো বিনা ঝড়ে
শব্দহীন এক ভূমিকম্পের
ছোঁয়ায় গেলো পড়ে।।


স্বাধীন রাজা নীরবে তা
দেখলো চেয়ে চেয়ে
ঘন কালো মেঘে দিলো
মনের আকাশ ছেঁয়ে।
দুঃখগুলো খড়ি হলো
বসলো ঘাড়ে চড়ে।।


যতন করে গড়েছিলাম
একটি সোনার ঘর
মায়া ছিলো সোহাগ ছিলো
ছিলো যে অন্তর।
সুখের সানাই বাজতো সেথায়
প্রেমের মন্দিরে।।


ধ্বংসস্তুপের মাঝে এখন
মনের বসত ভিটে
বুকের ভিতর তোষের আগুন
যাচ্ছে না তো মিটে
তবু বলি সুখে থাকো
যাই যদি-ও মরে।।