একটু সময় দাও হে বিধি
মায়ে রে যাই কইয়া
আমার আশায় মা যে আমার
কাঁদবে বইয়া বইয়া।।


ছোট্ট বেলায় বাবা গেছে
আসে নাই ফিরে
মা যে আমার জনমদুঃখি
বসত তারই নীড়ে
আমায় যদি নাও গো বিধি
মায়ে রে না কইয়া।।


এতো ছোট্ট জীবনখানা
দিলা মায়ায় ভরে
মায়ের আদর যায় না ভুলা
প্রাণ যে কেমন করে
না পায় যদি পুতের দেখা
যাবে উদাস হইয়া।।


পৃথিবীরটা ছেড়ে যদি
মায়ের আগে যাই চলে
মা জননীর কেমন করে
সইতে পারে কোন বলে?
বেঁচে থেকে কেমন করে
যাবে দুঃখ সইয়া।।