এখনো, হয়নি আঁধার কিছু আছে আলো
আবার,ভেঙ্গে যাওয়া জীবনে তোমার
আশার প্রদীপ জ্বালো।।
এ পথের শেষে যা পেয়েছো তুমি পায়নি অনেকে
কত পথ গেছে দূর সীমানায় দেখো একেঁবেঁকে,
দিকদিগন্তে তোমার ছোঁয়ায় ফেরে কতো আলো।
জীবনে জীবন মিলায়েছো তুমি এই পৃথিবীতে
উঁচু শিরে আজ তুমি যাবে চলে পারবে কি কিছু নিতে
যা ছিল তোমার সব হলো পর তবু থেকো ভালো।।