ভালোবাসা এমনই হয় বন্ধু তা বুঝে না,
মন না জেনে করলে পিরিত সুখী হয় কজনা।।


প্রেম করিয়া হয় ভিখারি খাঁটি প্রেমিক যারা
না বুঝিয়া মজলে প্রেমে পায়ে ঠেলে তারা।
জেনে শুনে কইরো পিরিত ও সখি সুজানা।


যুগে যুগে ভালোবেসে কতজনই মরেছে
লাইলী- মজনু শিরি ফরহাদ এমন প্রেম কে করেছে!
মনটা বুঝে কইরো পিরিত অঘাটে নামিও না।


প্রেম করেছে ইউসুফ নবী জুলেখারই সনে
মানব মনে দাগ কেটেছে জানে জনে জনে
প্রেমের লাগি মরলে মইরো দুজন দুজনা।