এ কেমন ভলোবাসা
নাও না আমার খোঁজ
পিদিম জ্বেলে বসে থাকি
ঘুম আসে না রোজ।।


দেখা হলে বাজাও তুমি
কতোই রঙের বাঁশি
বেহায়া মন তাই শুনিয়া
ফ্যালফেলিয়ে হাসি
ঢঙ করিয়া প্রেমালাপে
লাগে ভীষণ খোঁচ।।


পণ করেছি করবো না প্রেম
তোমার সাথে আর
দেখি তোমায় ভালোবাসার
হিম্মত বেশি কার
রেডিসনে কে করাবে
মজার ভুঁড়ি ভোজ।।


নতুন প্রেমে মন মজিয়া
পাষাণ হলে নাকি
তোমায় নিয়ে আজো আমি
প্রেমের স্বপন আঁকি
রুনা বলে ফোটালে ক্যান
প্রেমের  এমন সূঁচ।।