তোমারে চিনিব কেমনে
আমি জগৎস্বামী-
আজো আমায়
চিনিলামনা আমি।।
তুমি আমার নয়তো পর
আমার অন্তর-
তোমার বসতঘর
সেই ঘরের চাবি পাইনি
আজো আমি-জগৎস্বামী।।
ঘরেতে তোমারে রাখি
আমি কেবল বাইরে থাকি
এটি ও তোমার চালাকী
বুঝিনিতো আমি।।
আমারে না চিনে আমি
করি পাপ তাপ
আমার হইয়া আমায়
তুমি না করিলে মাফ
শোক সন্তাপে-বিনাশিব আমি।।
আমার অন্তর তোমার
প্রেমের নদী দেহতরী মোহান্মদী
রুমেন বলে ডুবাও যদি
দোষী কি তবে আমি।।