এই ফাগুনের উদাস দুপুর
কাটে না একেলা,
অভাগীর বুক শূন্য করে
খেলছো নিঠুর খেলা।।


আমার মনের কুঞ্জ বনে
ফুটেছে হরেক ফুল,
সেই ফুলের-ই সুবাসেতে
পরান যে হয় ব্যকুল।।
রইলে কোথা প্রাণের সখা
একটিবার  দাও দ্যাখা।।
দূরে রেখে এমনি ভাবেই
করোনা আর হেলা……


আমার বাগান শূন্য করে
কার বনে-তে গাও গান,
জানলেনা গো মনের বেদন
তাই দুঃখ অফুরান।।
ফুল ফুটিয়া যায়গো ঝরে
মনটা ডুকরে মরে।।
পড়লে মনে আইসো এবার
এমন দুপুর বেলা……