শ্যামা মেয়ে মরছি'রে তোর কাজলা আঁখির বাণে,
বিষের জ্বলন পুড়ছে এ মন আন-জনে কি জানে?
                পরছি গলায় সুখের ফাঁসি,
                নামটি যে তার ভালোবাসি,
তোর সে দীঘল কেশের বাহার প্রাণে শান্তি আনে,
শ্যামা মেয়ে মরছি'রে তোর কাজলা আঁখির বাণে।


চোখ যেনো নয় বিষমাখা তীর বিঁধছে যে মোর প্রাণে,
সেই সে বেদন সুর হয়ে আজ করছে রোদন গানে,
              ছুঁড়িস না আর বিষের শায়ক,
                  যায় হারিয়ে হৃদের টনক,
পাষাণ প্রাণেই থাকবি যদি হয় কী ভাবের মানে,
শ্যামা মেয়ে মরছি'রে তোর কাজলা আঁখির বাণে।


ও শ্যামা তোর নয়ন মাঝেই হারাই তা মন জানে,
তোর দ্বারে তাই আজো আসি ফিরে মায়ার টানে;
               প্রেম ভিখারি তোর তিয়াসি,
               তোর হাসিতেই আমার হাসি,
মধুর গীতের সুর সাধি তাই নিখাদ প্রেমের তানে,
শ্যামা মেয়ে মরছি'রে তোর কাজলা আঁখির বাণে।