ওগো বঁধু কোন্ কারণে আঁখি দু'টি টলমল,
কোন্ সে ব্যথার অভিমানে ও আঁখি অশ্রু সজল ;
জানিনে তো কোন কারণে,
বিষণ্ণতা চঞ্চল মনে,
আর মিছে মান করোনা গো ঝরিয়োনা আঁখি জল,
ওগো বঁধু কোন কারণে আঁখি দু'টি টলমল।
চাঁদ কী জানে কি দোষেতে যাচ্ছে বয়ে এমন ফল,
কলঙ্ক তার জনম সাথি অন্তরেতে রয় অনল;
নিজে পুড়ে সূর্য তাপে,
পর কে আলেো দেয় গো রাতে,
অন্তর পুড়ায় ভীষণ তাপে না হলে যে সেও অচল,
ওগো বঁধু কোন্ কারণে আঁখি দু'টি টলমল।
ওগো বঁধু আর কেঁদোনা মুছো না'কো ও কাজল,
অজানিতে হয় যদি ভুল মনটা জেনো খুব সরল;
ব্যথায় ভরা দ্যাখলে ও মুখ,
কেঁপে ওঠে আমার এ বুক,
এক পৃথিবীর ভাবনা সুখের সকলি যে হয় বিফল;
ওগো বঁধু কি কারণে আঁখি দু'টি টলমল।