হাজার বছর পেলেও আয়ু
যায় কী তারে চেনা?
ঘর করিলেও হৃদয় দিয়ে
সে রয়'গো অচেনা।
মনের মিলন খুব প্রয়োজন
নইলে সবই স্খলন,
একান্তে কেউ থেকেও আবার
আড়ালে রাখে মন।।
অবুঝ এ মন চায়না বুঝতে
মন সে কি যায় কেনা…
ঘর করিলেও হৃদয় দিয়ে
সে রয়'গো অচেনা……
মন চেনা যে জটিল কর্ম
যায় না করা গর্ব,
কখন যে মন দেয়'রে উড়াল
নাই তার বিচার ধর্ম।।
মরছে সে জন না বুঝে মন
করছে লেনাদেনা ……
ঘর করিলেও হৃদয় দিয়ে
সে রয়'গো অচেনা……